• রোববার ১৯ মে ২০২৪ ||

  • জ্যৈষ্ঠ ৪ ১৪৩১

  • || ১০ জ্বিলকদ ১৪৪৫

স্বামীর মৃত্যুর দেড়মাসের পর বিদ্যুৎস্পৃষ্টে মারা গেলেন স্ত্রী

– কুড়িগ্রাম বার্তা নিউজ ডেস্ক –

প্রকাশিত: ২৫ ফেব্রুয়ারি ২০২২  

রংপুরের কাউনিয়ায় ছাগলের জন্য ঘাস কাটতে গিয়ে বিদ্যুতের তারে জড়িয়ে নুর নাহার (৪০) নামের এক নারীর মৃত্যু হয়েছে।

শুক্রবার (২৫ ফেব্রুয়ারি) দুপুরে উপজেলার হারাগাছ ইউনিয়নের নাজিরদহ ঠাকুরদাস গ্রামে এ দুর্ঘটনা ঘটে।

নিহত নুর নাহার ওই ইউনিয়নের খানসামাহাট আশ্রয়ণ প্রকল্পের বাসিন্দা মৃত ফজলু মিয়ার স্ত্রী।

স্থানীয় ইউপি চেয়ারম্যান রাজু আহমেদ জানান, দুপুরের দিকে ওই নারী ছাগলের জন্য ঘাস কাটছিলেন। এসময় মাটিতে পড়ে থাকা বিদ্যুতের তারে জড়িয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ঘটনাস্থলেই তিনি মারা যান।

তিনি আরও বলেন, ঠাকুরদাস গ্রামের কাশেম মিয়া তার নতুন বাড়ির দেওয়ালে পানি দেওয়ার জন্য একই গ্রামের রশিদের বাড়ি থেকে বিদ্যুতের সংযোগ নিয়েছেন। ওই তার মাটির ওপর দিয়ে নিয়ে যাওয়া হয়। সেই তারে জড়িয়ে এই দুর্ঘটনা ঘটেছে।

স্থানীয়রা জানান, দেড়মাস আগে নুর নাহারের স্বামী মারা যান। সেই শোক কাটিয়ে ওঠার আগেই তিনি না ফেরার দেশে চলে গেলেন।

কাউনিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাসুমুর রহমান বিষয়টি নিশ্চিত করে বলেন, ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। সবকিছু শুনে পরবর্তী ব্যবস্থা গ্রহণ করা হবে।

– কুড়িগ্রাম বার্তা নিউজ ডেস্ক –