• রোববার ১৯ মে ২০২৪ ||

  • জ্যৈষ্ঠ ৫ ১৪৩১

  • || ১০ জ্বিলকদ ১৪৪৫

নীলফামারীতে ভ্যাকসিন কার্যক্রম উদ্বোধন করেন এমপি নূর 

– কুড়িগ্রাম বার্তা নিউজ ডেস্ক –

প্রকাশিত: ২৬ ফেব্রুয়ারি ২০২২  

একদিনে এক কোটি কোভিড-১৯ এর ভ্যাকসিন প্রদান কার্যক্রম শুরু হয়েছে নীলফামারীতে। শনিবার সকাল সাড়ে ১০ টায় নীলফামারী পৌরসভা কার্যালয়ে টিকা কার্যক্রমের উদ্বোধন করেন নীলফামারী-২ আসনের সংসদ সদস্য আসাদুজ্জামান নূর এমপি।

এসময় জেলা প্রশাসক খন্দকার ইয়াসির আরেফীন, পুলিশ সুপার মোহাম্মদ মোখলেছুর রহমান, সিভিল সার্জন মো. জাহাঙ্গীর কবির, পৌর মেয়র দেওয়ান কামাল আহমেদ সহ জেলা-উপজেলা পর্যায়ে অন্যান্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন।  
জেলার ছয় উপজেলার ২শ’৭ টি কেন্দ্রে ৪শ’১৪ জন স্বাস্থ্যকর্মী ও ৬শ’২১ জন সেচ্ছাসেবী করোনার টিকা প্রদানে মাঠে কাজ করছেন।

সিভিল সার্জন জাহাঙ্গীর কবির জানায়, শনিবার থেকে করোনার প্রথম ডোজ টিকা দেয়া শেষ হবে। নীলফামারী জেলায় একদিনে ৬২ হাজার টিকা প্রদানের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। টিকা গ্রহণে উৎসাহী করতে জেলায় ব্যাপক প্রচার প্রচারনা চালানো হচ্ছ।

– কুড়িগ্রাম বার্তা নিউজ ডেস্ক –