• রোববার ১৯ মে ২০২৪ ||

  • জ্যৈষ্ঠ ৪ ১৪৩১

  • || ১০ জ্বিলকদ ১৪৪৫

চিরিরবন্দরে মুক্তিযুদ্ধের সময়ের হ্যান্ড গ্রেনেড উদ্ধার

– কুড়িগ্রাম বার্তা নিউজ ডেস্ক –

প্রকাশিত: ২৬ ফেব্রুয়ারি ২০২২  

দিনাজপুরের চিরিরবন্দর থেকে পরিত্যক্ত অবস্থায় একটি হ্যান্ড গ্রেনেড উদ্ধার করেছে পুলিশ। শনিবার বেলা ১১টায় উপজেলার তেঁতুলিয়া ইউনিয়নের শেফালী বাজারের পূর্ব দিকে বৈকুন্ঠপুর গ্রামের শ্রী সরোজ কুমারের পুকুর থেকে পুলিশ পরিত্যক্ত অবস্থায় হ্যান্ড গ্রেনেডটি উদ্ধার করে।

গ্রেনেডটি ১৯৭১ সালের মুক্তিযুদ্ধের সময়কার বলে পুলিশ এবং স্থানীয়দের ধারণা করছে।

স্থানীয়রা জানান, ওই এলাকার বাসিন্দা সরোজ কুমারের পুকুরটি অনেক পুরোনো তবে পুকুরটি নতুন করে খনন করার সময় কাঁদার ভেতর থেকে পাওয়া যায় গ্রেনেডটি। প্রথম দিকে এটি গ্রেনেড বোমা কেউ বুঝতে না পারলেও পরে বুঝতে পারে এটি হ্যান্ড গ্রেনেড। পরে এলাকাবাসীর মধ্যে আতঙ্কের সৃষ্টি হয়। পরে স্থানীয়রা পুলিশকে খবর দিলে পুলিশ হ্যান্ড গ্রেনেডটি উদ্ধার করেন।

এ ব্যাপারে চিরিরবন্দর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. বজলুর রশিদ জানান, হ্যান্ড গ্রেনেডটি খুবই ছোট আকৃতির। তাতে মরিচা পড়ে গেছে। তবে পুলিশ প্রাথমিকভাবে এটিকে সক্রিয় হিসেবে বিবেচনায় নিচ্ছে। ইতোমধ্যে রংপুরের র‌্যাবের বোমা ডিসপোজাল ইউনিটকে খবর দেওয়া হয়েছে।

তিনি আরও বলেন, আপাতত হ্যান্ড গ্রেনেডটি পুলিশ এবং স্থানীয় চৌকিদারের পাহারায় নিরাপদে রাখা হয়েছে। গ্রেনেডটি মুক্তিযুদ্ধের সময়কার হতে পারে।

স্থানীয় মুক্তিযোদ্ধা মহিরউদ্দিন জানান, ওই এলাকায় তাদের অস্থায়ী একটি ক্যাম্প ছিল। সে সময় মুক্তিযোদ্ধারা এ ধরনের হ্যান্ড গ্রেনেড ব্যবহার করতেন। গ্রেনেডটি স্বাধীনতা যুদ্ধের সময়কার বলে তিনি ধারণা করেছেন।

– কুড়িগ্রাম বার্তা নিউজ ডেস্ক –