• রোববার ১৯ মে ২০২৪ ||

  • জ্যৈষ্ঠ ৫ ১৪৩১

  • || ১০ জ্বিলকদ ১৪৪৫

চিরিরবন্দরে পুকুর খননের সময় পাওয়া গেল হ্যান্ড গ্রেনেড   

– কুড়িগ্রাম বার্তা নিউজ ডেস্ক –

প্রকাশিত: ২৭ ফেব্রুয়ারি ২০২২  

দিনাজপুরের চিরিরবন্দরে কালি মন্দিরের পুকুর খননের সময় একটি হ্যান্ড গ্রেনেড উদ্ধার করা হয়েছে। 

গত শনিবার সকাল ১১টার দিকে চিরিরবন্দর উপজেলার তেঁতুলিয়া ইউনিয়নের বৈকুন্ঠপুর গ্রামের শরৎ মুহুরীপাড়ায় এটি  উদ্ধার হয়। পুলিশ ও এলাকাবাসী জানায়, চিরিরবন্দর উপজেলার তেঁতুলিয়া ইউপির বৈকুন্ঠপুর গ্রামের শরৎ মুহুরীপাড়ায় কালি মন্দিরের পুকুর খননের সময় একটি বোমাসদৃশ বস্তু দেখতে পায় পুকুর খননকারী শ্রমিকরা। মুহূর্তে খবরটি ছড়িয়ে পড়লে তা দেখতে ঘটনাস্থলে উৎসুক মানুষের উপচে পড়া ভিড় জমে। উদ্ধার হওয়া হ্যান্ড গ্রেনেডে লেখা রয়েছে পিওসি ১৯৬৬। আগন্তুকদের মধ্যে অনেকেই ধারণা করছেন পরিত্যক্ত ওই হ্যান্ড গ্রেনেডটি দেখতে তাজা বলে মনে হচ্ছে। সংবাদ পেয়ে চিরিরবন্দর থানার ওসি মো. বজলুর রশিদ সঙ্গীয় ফোর্স নিয়ে ওই স্থানে উপস্থিত হয়। 

চিরিরবন্দর থানার ওসি মো. বজলুর রশিদ ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, পুকুর খননের সময় পরিত্যক্ত অবস্থায় ওই হ্যান্ড গ্রেনেডটি উদ্ধার করা হয়েছে। রংপুর র‌্যাবের বোম ডিসপোজাল ইউনিট গ্রেনেডটি নিষ্ক্রিয় করার জন্য ঘটনাস্থলে এসে পরীক্ষা করছে এবং এটি তাজা হলে গ্রেনেডটি নিষ্ক্রিয় করবে তারা। 
কে/

– কুড়িগ্রাম বার্তা নিউজ ডেস্ক –