• রোববার ১৯ মে ২০২৪ ||

  • জ্যৈষ্ঠ ৫ ১৪৩১

  • || ১০ জ্বিলকদ ১৪৪৫

নীলফামারীতে ৪৫ জনকে সমাজসেবার আর্থিক সহায়তা

– কুড়িগ্রাম বার্তা নিউজ ডেস্ক –

প্রকাশিত: ২৬ মে ২০২২  

‘শেখ হাসিনার অবদান, জটিল রোগের অনুদান’ প্রতিপাদ্য নিয়ে দেশের অসহায়, দুস্থ, জটিল রোগে আক্রান্ত মানুষের সেবায় কাজ করে যাচ্ছে সমাজসেবা অধিদফতর। এরই ধারাবাহিকতায় নীলফামারী সদর উপজেলায় ক্যানসার, কিডনি, লিভার সিরোসিস, প্যারালাইজড, জন্মগত হৃদরোগ ও থ্যালাসেমিয়া রোগীদের আর্থিক সহায়তা দেওয়া হয়েছে।

বৃহস্পতিবার বেলা ১১টার দিকে উপজেলা সমাজসেবা কার্যালয়ের আয়োজনে নীলফামারী সদর উপজেলা পরিষদের সম্মেলনকক্ষে ৪৫ জন রোগীকে চেক দেওয়া হয়। এ সময় প্রত্যেকের হাতে ৫০ হাজার টাকার চেক তুলে দেন সদর উপজেলা চেয়ারম্যান শাহিদ মাহমুদ।

চেক বিতরণ কর্মসূচিতে ইউএনও জেসমিন নাহার, উপজেলা সমাজসেবা অফিসার নুর মোহাম্মদসহ সংশ্লিষ্ট কর্মকর্তা-কর্মচারীরা উপস্থিত ছিলেন।

সমাজসেবা অধিদফতর সূত্রে জানা যায়, ২০১৩-১৪ অর্থবছর থেকে ক্যানসার, কিডনি, লিভার সিরোসিস, প্যারালাইসিস, থ্যালাসেমিয়া ও জন্মগত হৃদরোগীর আর্থিক সহায়তা কর্মসূচি চালু রয়েছে। এ কর্মসূচির মাধ্যমে রোগীর সুস্থ জীবনে ফিরে আসা ও পরিবারের ব্যয়ভার বহন সহজ হয়।

– কুড়িগ্রাম বার্তা নিউজ ডেস্ক –