• রোববার ১৯ মে ২০২৪ ||

  • জ্যৈষ্ঠ ৪ ১৪৩১

  • || ১০ জ্বিলকদ ১৪৪৫

`১০ জনের নাম যাচাই-বাছাই শেষে দ্রুত নির্দেশনা দেবেন রাষ্ট্রপতি`

– কুড়িগ্রাম বার্তা নিউজ ডেস্ক –

প্রকাশিত: ২৫ ফেব্রুয়ারি ২০২২  

প্রধান নির্বাচন কমিশনার ও অন্যান্য নির্বাচন কমিশনার নিয়োগে সুপারিশের জন্য চূড়ান্ত হওয়া ১০ জনের নাম রাষ্ট্রপতি মো. আবদুল হামিদের কাছে জমা দিয়েছেন সার্চ কমিটির সদস্যরা।

বৃহস্পতিবার (২৪ ফেব্রুয়ারি) সন্ধ্যা পৌনে ৭টার দিকে বঙ্গভবনে প্রবেশ করেন সার্চ কমিটির সদস্যরা। পরে তাঁরা ১০ জনের নাম রাষ্ট্রপতির কাছে জমা দেন।

রাত ৮টায় মন্ত্রিপরিষদসচিব খন্দকার আনোয়ারুল ইসলাম অপেক্ষমাণ সাংবাদিকদের বলেন, 'সার্চ কমিটি তাদের রিপোর্ট মহামান্য রাষ্ট্রপতির কাছে জমা দিয়েছেন।

মহামান্য রাষ্ট্রপতি তা গ্রহণ করেছেন। এখন তিনি এটা পর্যালোচনা করবেন। পরে তিনি নির্দেশনা দেবেন এবং যত তাড়াতাড়ি সম্ভব নোটিফিকেশন জারি করবেন। '

সুপারিশের ১০ নাম প্রকাশ করা হবে কি না—এমন প্রশ্ন এড়িয়ে সচিব বলেন, 'নিয়ম হলো পাঁচজনের নাম ঘোষণা করা। যে পাঁচজনের নিয়োগ হবে তা আপনারা জানতে পারবেন। ' আজ নোটিফিকেশন জারির সম্ভাবনা নেই বলেও জানা সচিব আনোয়ারুল ইসলাম।

জানা গেছে, সার্চ কমিটির সভাপতি বিচারপতি ওবায়দুল হাসান বাদে অন্য সদস্যরা বঙ্গভবনে গেছেন। অসুস্থতার কারণে তিনি যাননি।

গত মঙ্গলবার নিজেদের শেষ বৈঠকে প্রধান নির্বাচন কমিশনার ও কমিশনার মিলিয়ে পাঁচটি পদের বিপরীতে ১০টি নাম চূড়ান্ত করেছে অনুসন্ধান কমিটি। এই ১০ নাম প্রকাশ না করলেও কমিটি সূত্রে জানা গেছে, একজন সংখ্যালঘু সম্প্রদায় ও একজন নারী প্রতিনিধির নাম রয়েছে এর মধ্যে।

– কুড়িগ্রাম বার্তা নিউজ ডেস্ক –