• রোববার ১৯ মে ২০২৪ ||

  • জ্যৈষ্ঠ ৪ ১৪৩১

  • || ১০ জ্বিলকদ ১৪৪৫

রমজানে টিসিবির মাধ্যমে নিত্যপণ্য সরবরাহ করবে সরকার

– কুড়িগ্রাম বার্তা নিউজ ডেস্ক –

প্রকাশিত: ২৫ ফেব্রুয়ারি ২০২২  

সংস্কৃতি প্রতিমন্ত্রী কে এম খালিদ বলেছেন, সরকার আসন্ন রমজান মাসে সাধারণ মানুষের মধ্যে টিসিবির মাধ্যমে নিত্যপণ্য সামগ্রী সরবরাহের উদ্যোগ গ্রহণ করেছে। তিনি এ ব্যাপারে সরকারি নির্দেশনা মোতাবেক ইউপি চেয়ারম্যান ও মেম্বারসহ সংশ্লিষ্টদের অনতিবিলম্বে উপকার ভোগীদের তালিকা প্রস্তুত করার আহ্বান জানান।

বৃহস্পতিবার সকালে মুক্তাগাছা উপজেলা পরিষদ মিলনায়তনে সরকারি কর্মকর্তা ও জনপ্রতিনিধিদের সঙ্গে মতবিনিময়কালে এসব কথা বলেন তিনি।

প্রতিমন্ত্রী সরকারি কর্মকর্তা ও কর্মচারীদের সঠিক সময়ে অফিসে উপস্থিত হয়ে স্ব-স্ব দায়িত্ব সুস্থভাবে পালনের মাধ্যমে জনগণের সেবা নিশ্চিত করতে বলেন।

এ সময় তিনি আগামী ২৬ ফেব্রুয়ারি সারাদেশে ১ কোটি লোককে করোনার টিকা প্রদানের কর্মসূচি সরকার গ্রহণ করেছে। মুক্তাগাছা উপজেলায় ৭০ ভাগ লোককে টিকাদানে কর্মসূচির আওতায় আনার লক্ষ্যে স্থানীয় স্বাস্থ্য বিভাগ, সরকারি প্রশাসন যন্ত্র ও জনপ্রতিনিধিদের  সম্মিলিত উদ্যোগ গ্রহণের আহবান জানান।

উপজেলা নির্বাহী অফিসার আব্দুল্লাহ আল মনসুরের সভাপতিত্বে মতবিনিময় সভায় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন- পৌরসভার মেয়র বিল্লাল হোসেন সরকার, উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান মোরশেদা আক্তার কাকলী। 

পরে সংস্কৃতি প্রতিমন্ত্রী উপজেলা কৃষি বিভাগ আয়োজিত বিনামূল্যে মাইজ থ্রাস্টার মেশিন বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে মাইজ থ্রাস্টার মেশিন বিতরণ করেন। এ সময় উপজেলা কৃষি কর্মকর্তা সেলিনা পারভীন, কৃষি বিভাগের কর্মকর্তা ও কর্মচারীরা উপস্থিত ছিলেন।

– কুড়িগ্রাম বার্তা নিউজ ডেস্ক –