• রোববার ১৯ মে ২০২৪ ||

  • জ্যৈষ্ঠ ৪ ১৪৩১

  • || ১০ জ্বিলকদ ১৪৪৫

গত ৩০ বছরে এমন শিলাবৃষ্টি দেখিনি

– কুড়িগ্রাম বার্তা নিউজ ডেস্ক –

প্রকাশিত: ২৫ ফেব্রুয়ারি ২০২২  

ঠাকুরগাঁওয়ে হঠাৎ ৮-১০ মিনিটের শিলাবৃষ্টিতে শহরের মাঠ-ঘাট সাদা বরফে ঢেকে গেছে। ঢেকে গেছে শত শত হেক্টর ফসলের জমি। এ ছাড়া আম-জামের মুকুল ও গাছের পাতা ঝরে গেছে। শহরের রাস্তায় নেমে বরফের সঙ্গে ছবি তুলছেন মানুষ। 

শুক্রবার (২৫ ফেব্রুয়ারি) বিকেল সাড়ে ৩টার দিকে শহরের বিভিন্ন স্থানে শিলাবৃষ্টি শুরু হয়। শিলাবৃষ্টির সঙ্গে দমকা হাওয়ায় গাছপালাসহ আমের মুকুলের ব্যাপক ক্ষতি হয়েছে।

পৌরসভার মুন্সিপাড়ার বাসিন্দা রিপন হোসেন বলেন, আমার ৩০ বছরের জীবনে এমন শিলাবৃষ্টি দেখিনি। ৮-১০ মিনিটের শিলাবৃষ্টিতে রাস্তাঘাট, বাসার উঠান সাদা হয়ে যায়। গাছ-পালার সব পাতা শিলাবৃষ্টির আঘাতে ঝরে পড়েছে।

জগন্নাথপুর ইউনিয়নের সবুজ শীল বলেন, হঠাৎ হালকা বাতাস ও টিপটিপ বৃষ্টি হয়। আমি একটা দোকানের সামনে গিয়ে অবস্থান করি। সেখানে যাওয়ামাত্র পাথর পড়া শুরু করে। জীবনে প্রথম এমন শিলাবৃষ্টি দেখলাম। আর কিছুক্ষণ থাকলে হয়ত পাথরের আঘাতে শারীরিকভাবে অসুস্থ হয়ে যেতাম। 

ঠাকুরগাঁও কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ পরিচালক আবু হোসেন বলেন, শহরে ভারি শিলাবৃষ্টি হয়েছে। এমন শিলাবৃষ্টিতে ফসলের ব্যাপক ক্ষতি হবে। ক্ষতির পরিমাণ নিরূপণের জন্য আমার কর্মীরা মাঠ পর্যায়ে কাজ শুরু করেছে।

– কুড়িগ্রাম বার্তা নিউজ ডেস্ক –