• রোববার ১৯ মে ২০২৪ ||

  • জ্যৈষ্ঠ ৪ ১৪৩১

  • || ১০ জ্বিলকদ ১৪৪৫

ইউক্রেন প্রবাসী ২৪ বাংলাদেশিকে হেফাজতে নিয়েছে দূতাবাস 

– কুড়িগ্রাম বার্তা নিউজ ডেস্ক –

প্রকাশিত: ২৬ ফেব্রুয়ারি ২০২২  

পোল্যান্ড সীমান্ত দিয়ে ইউক্রেন প্রবাসী ২৪ বাংলাদেশিকে হেফাজতে নিয়েছে দূতাবাস। পররাষ্ট্র প্রতিমন্ত্রী মো. শাহরিয়ার আলম শনিবার ( ২৬ ফেব্রুয়ারি) সাংবাদিকদের এ তথ্য জানিয়েছেন।

ইউক্রেনে আটকে পড়া বাংলাদেশিরা তাদের সুবিধামতো সীমান্তবর্তী দেশ- পোল্যান্ড, রোমানিয়া, স্লোভাকিয়া, হাঙ্গেরি, মলদোভা হয়ে নিরাপদ আশ্রয়ের চেষ্টা করছেন।

ইউক্রেনের বাংলাদেশিদের প্রয়োজনীয় সহায়তার জন্য বাংলাদেশ দূতাবাসের নিম্নলিখিত নম্বরে যোগাযোগ করার জন্য অনুরোধ করা হয়েছে।

স্লোভাকিয়া এবং হাঙ্গেরির জন্য: অস্ট্রিয়া, ভিয়েনায় বাংলাদেশ দূতাবাস: রাহাত বিন জামান + ৪৩ ৬৮৮ ৬০৩৪৪৪৯২, জুবায়দুল এইচ. চৌধুরী +৪৩ ৬৮৮ ৬০৬০৩০৬৮।

রোমানিয়া এবং মলদোভার জন্য: রোমানিয়াতে বাংলাদেশ দূতাবাস, বুখারেস্ট: মীর মেহেদী হাসান (টেলিফোন ও হোয়াটসঅ্যাপ গ্রুপ)+৪০(৭৪২)৫৫৩৮০৯, পোল্যান্ডের জন্য: পোল্যান্ডে বাংলাদেশ দূতাবাস, ওয়ারশ: মো. মাসুদুর রহমান +৪৮ ৭৩৯ ৫২৭ ৭২২, মাহবুবুর রহমান +৪৮ ৫৭৯ ২৬২ ৪০৩,ফারহানা ইয়াসমিন +৪৮ ৬৯০ ২৮২ ৫৬১,বিল্লাল হোসেন +৪৮ ৭৩৯ ৬৩৪ ১২৫, মো. রব্বানী+৪৮ ৬৯৬ ৭৪৫ ৯০৩

– কুড়িগ্রাম বার্তা নিউজ ডেস্ক –