• রোববার ১৯ মে ২০২৪ ||

  • জ্যৈষ্ঠ ৫ ১৪৩১

  • || ১০ জ্বিলকদ ১৪৪৫

আমি ফুলের নয় ভোটের কাঙাল: এম এ মান্নান   

– কুড়িগ্রাম বার্তা নিউজ ডেস্ক –

প্রকাশিত: ২৭ ফেব্রুয়ারি ২০২২  

সুনামগঞ্জ-৩ (জগন্নাথপুর-শান্তিগঞ্জ) আসনের সংসদ সদস্য পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান শিক্ষক-শিক্ষার্থী এবং এলাকাবাসীর উষ্ণ ফুলেল শুভেচ্ছায় অভিভূত হয়ে বলেন, ‘আমি ফুলের নয় ভোটের কাঙাল।’ আজীবন জনগণের কল্যাণে কাজ করে যাওয়ার প্রত্যয় ব্যক্ত করে মন্ত্রী বলেন, ‘শিক্ষাক্ষেত্রে অগ্রাধিকার দিয়ে শেখ হাসিনা সরকার সারাদেশে উন্নয়নের মহা গণজোয়ার সৃষ্টি করেছেন।’
 
গত শনিবার (২৬ ফেব্রুয়ারি) বিকেলে শিক্ষা প্রকৌশল অধিদপ্তরের বাস্তবায়নে ২ কোটি ৭৩ লক্ষ টাকা ব্যয়ে জগন্নাথপুর উপজেলার আশারকান্দি ইউনিয়নের ষড়পল্লী স্কুল অ্যান্ড কলেজের চারতলা বিশিষ্ট একাডেমিক ভবনের উদ্বোধন এবং ৫ কোটি ২৩ লক্ষ টাকা ব্যয়ে পাঁচতলা বিশিষ্ট মাল্টিপারপাস ভবন এবং ৭ কোটি ৪২ লক্ষ টাকা ব্যয়ে দু’টি ছাত্রাবাসের ভিত্তি প্রস্তর স্থাপন শেষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান এসব কথা বলেন। 

অনুষ্ঠানে আমন্ত্রিত অতিথির বক্তব্য রাখেন একটি বেসরকারি টিভি চ্যানেলের চেয়ারম্যান ড. মাহফুজুর রহমান। ষড়পল্লী স্কুল অ্যান্ড কলেজের গভর্নিং বডির সভাপতি  জুনেদ আলীর সভাপতিত্বে স্বাগত বক্তব্য রাখেন ষড়পল্লী স্কুল এন্ড কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ হারুন অর রশীদ। বিশেষ অতিথির বক্তব্য রাখেন আশারকান্দি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আইয়ুব খান প্রমুখ।
কে/

– কুড়িগ্রাম বার্তা নিউজ ডেস্ক –