• রোববার ১৯ মে ২০২৪ ||

  • জ্যৈষ্ঠ ৫ ১৪৩১

  • || ১০ জ্বিলকদ ১৪৪৫

‘নির্বাচনকে গ্রহণযোগ্য ও সর্বজনীন করতে হলে সবার সহযোগিতা প্রয়োজন’

– কুড়িগ্রাম বার্তা নিউজ ডেস্ক –

প্রকাশিত: ২৭ ফেব্রুয়ারি ২০২২  

সাবেক সিনিয়র সচিব কাজী হাবিবুল আউয়ালকে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে। তিনি আগামী পাঁচ বছরের জন্য সিইসির দায়িত্ব পালন করবেন। নিয়োগের প্রজ্ঞাপন জারির পর সাংবাদিকরা হাবিবুল আউয়ালের ইস্কাটনের বাসায় যান। সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি বলেন, নির্বাচন কমিশন একা নির্বাচন করে না।  নির্বাচনকে অর্থবহ, গ্রহণযোগ্য ও সর্বজনীন করতে হলে সবার সহযোগিতা প্রয়োজন।

আরও বলেন, বিএনপি বলেছে তারা নির্বাচনে অংশ নেবে না। চেষ্টা থাকবে বিএনপির মতো দলকেও নির্বাচনে নিয়ে আসা। সবাইকে নিয়ে আসতে নির্বাচন কমিশন যথাসাধ্য চেষ্টা করবে। সব দলের প্রতি সমান আচরণ নিশ্চিত করতে কাজ করবে কমিশন। এর আগে, শনিবার প্রধান নির্বাচন কমিশনার ও অন্য চার কমিশনার নিয়োগ দিয়ে প্রজ্ঞাপন জারি করা হয়। এতে সিনিয়র সচিব (অব.) কাজী হাবিবুল আউয়ালকে প্রধান নির্বাচন কমিশনার করা হয়। এছাড়া জেলা ও দায়রা জজ (অব.) বেগম রাশিদা সুলতানা, ব্রিগেডিয়ার (অব.) আহসান হাবিব খান, সিনিয়র সচিব (অব.)  মো. আলমগীর ও সিনিয়র সচিব (অব.) আনিসুর রহমান নির্বাচন কমিশনার নিয়োগ দেওয়া হয়।

কে/

– কুড়িগ্রাম বার্তা নিউজ ডেস্ক –