• রোববার ১৯ মে ২০২৪ ||

  • জ্যৈষ্ঠ ৫ ১৪৩১

  • || ১০ জ্বিলকদ ১৪৪৫

রমজান মাসে কোটি মানুষের কাছে পৌঁছাবে টিসিবির নিত্যপণ্য  

– কুড়িগ্রাম বার্তা নিউজ ডেস্ক –

প্রকাশিত: ২৭ ফেব্রুয়ারি ২০২২  

রমজানে মাসে এক কোটি মানুষকে কম দামে নিত্যপণ্য সরবরাহ করতে কাজ শুরু করেছে টিসিবি। আগামী মাসের ১০ তারিখ থেকেই শুরু হচ্ছে বিশেষ এ বিক্রি কার্যক্রম। ইউনিয়ন পর্যায়ে তালিকা অনুসারে দরিদ্র পরিবারের মাঝে বিক্রি করা হবে তেল, চিনি, ডাল ও ছোলা। সরকারি এ উদ্যোগকে ইতিবাচক হিসেবে দেখছেন ভোক্তারাও।

প্রতি বছর রোজা এলেই অস্থির হয়ে ওঠে নিত্যপণ্যের বাজার। বাড়তি চাহিদাকে পুঁজি করে কৃত্রিম সংকট করে ব্যবসায়ীরা। চলতি বছর রোজার আগে থেকেই চড়া ভোজ্যতেল, ডাল, চিনিসহ বেশিরভাগ পণ্যের দাম। আসছে রোজায় বাজার পরিস্থিতি কোন দিকে যায় তা নিয়েই চিন্তায় সবাই।

এমন পরিস্থিতে রোজায় পণ্য বিক্রির পরিসর বাড়াচ্ছে টিসিবি। সংস্থাটির মুখপাত্র হুমায়ুন কবির বলেছেন, এক কোটি মানুষের মাঝে পণ্য দিতে তালিকা হচ্ছে ইউনিয়ন পর্যায় থেকে। ১০ থেকে ২০ মার্চ এবং ২৫ মার্চ থেকে ১৫ এপ্রিল পর্যন্ত দুই ধাপে চলবে তেল, চিনি, ডাল, পেঁয়াজ ও ছোলা বিক্রি। প্রশাসনের সহায়তায় এসব পরিবারকে মাসে দুই বার দেয়া হবে পণ্য।

রোজায় টিসিবির পণ্য বিক্রি বাড়লে কিছুটা হলেও স্বস্তি মিলবে বলে আশা ক্রেতাদের। রমজান মাস উপলক্ষে শুধু ঢাকা ও বরিশাল নগরে চলবে খোলা ট্রাকে টিসিবির পণ্য বিক্রি। বাকি জেলাগুলোতে তালিকা অনুযায়ী শুধু দরিদ্র পরিবারের মাঝেই বিক্রি হবে টিসিবির পণ্য।

কে/

– কুড়িগ্রাম বার্তা নিউজ ডেস্ক –