• রোববার ১৯ মে ২০২৪ ||

  • জ্যৈষ্ঠ ৫ ১৪৩১

  • || ১০ জ্বিলকদ ১৪৪৫

সময়মতো সঠিক তথ্য দিতে হবে: পরিকল্পনামন্ত্রী

– কুড়িগ্রাম বার্তা নিউজ ডেস্ক –

প্রকাশিত: ২৭ ফেব্রুয়ারি ২০২২  

পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান বলেছেন, বিশ্বে বাংলাদেশকে তুলে ধরতে আন্তর্জাতিক মানের তথ্য দিতে হবে। জাতিসংঘের সূচকে আমরা গ্রাজুয়েশন করেছি। সুতরাং সময়মতো সঠিক তথ্য দিতে হবে।

রোববার রাজধানীর পরিসংখ্যান ভবনের মিলনায়তনে জাতীয় পরিসংখ্যান দিবস ২০২২ উপলক্ষে এক আলোচনা সভায় মন্ত্রী এসব কথা বলেন।

এদিকে জনশুমারি প্রসঙ্গে পরিকল্পনামন্ত্রী বলেন, জনশুমারি সঠিক সময়ে করতে পারিনি। সেন্সাস নিয়ে সমস্যায় পড়েছি। আমাদের উদ্দেশ্য সৎ। প্রধানমন্ত্রীকে আমি অবহিত করেছি। তবে আশা করি মার্চ ও এপ্রিল মাসে জনশুমারি নিয়ে আশার আলো দেখবো।

তিনি বলেন, ইংরেজি ভাষায় কথা না বলেও পিছিয়ে নেই রাশিয়া-চীন। তবে কেনইবা আমরা বাংলা ভাষায় কথা বলে এগিয়ে যাব না। আমরা চাপ অব্যাহত রাখবো বাংলা প্রচলনে।

তথ্য দেওয়া প্রসঙ্গে মন্ত্রী বলেন, তথ্য নিয়মিত দিতে হবে। নিয়মিত ডাটা দিতে হবে। সকালের ডাটা বিকেলে দিলে হবে না। দিন দিন বিবিএস এর গুরুত্ব বাড়ছে।

সভায় পরিকল্পনা প্রতিমন্ত্রী ড. শামসুল আলম বলেন, পরিকল্পনা গ্রহণে তথ্যের সঠিকতা দরকার। বিদেশে দেশকে ব্র্যান্ডিং করতে তথ্যের গুরুত্ব অনেক। আমাদের সবসময় সঠিক তথ্য দিতে হবে। এটা না দিলে দেশে সঠিক পরিকল্পনা নেয়া সম্ভব নয়।

পরিসংখ্যান ও তথ্য ব্যবস্থাপনা বিভাগের সচিব ড. শাহনাজ আরেফিনের সভাপতিত্বে আলোচনায় অংশ নেন বিবিএস মহাপরিচালক মোহাম্মদ তাজুল ইসলামসহ অন্যরা।

– কুড়িগ্রাম বার্তা নিউজ ডেস্ক –