• রোববার ১৯ মে ২০২৪ ||

  • জ্যৈষ্ঠ ৫ ১৪৩১

  • || ১০ জ্বিলকদ ১৪৪৫

নীলফামারীতে ১৩১৮ শিক্ষার্থী পেলো শিক্ষা উপকরণ

– কুড়িগ্রাম বার্তা নিউজ ডেস্ক –

প্রকাশিত: ২৭ ফেব্রুয়ারি ২০২২  

১৩১৮ জন শিক্ষার্থীকে শিক্ষা উপকরণ দেয়া হয়েছে গুড নেইবারস বাংলাদেশ নীলফামারী কমিউনিটি ডেভেলপমেন্ট প্রজেক্ট(সিডিপি) এর উদ্যোগে। 

আজ রবিবার (২৭ ফেব্রুয়ারী) দুপুরে সংগলশী ইউনিয়নের বালাপাড়াস্থ সিডিপি কার্যালয়ে উপকরণ হিসেবে চারটি করে খাতা ও পাঁচটি করে কলম বিতরণ করা হয় শিক্ষার্থীদের মাঝে। এতে প্রধান অতিথি ছিলেন সদর উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা আহমদ আহসান হাবিব।

সিডিপি ব্যবস্থাপক সুব্রত টুডুর সভাপতিত্বে বিতরণ অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন ব্যবস্থাপক(প্রোগ্রাম) প্রাঞ্জলী মৃ। অন্যান্যের মধ্যে কাজী আব্দুর রশিদ উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক রাশেদ ইসলাম বক্তব্য দেন।

গুড নেইবারস বাংলাদেশ নীলফামারী কমিউনিটি ডেভেলপমেন্ট প্রজেক্ট (সিডিপি) এর ব্যবস্থাপক(প্রোগ্রাম) প্রাঞ্জলী মৃ জানান, শিক্ষা উপকরণ পাওয়া শিক্ষার্থীরা সংস্থার নিবন্ধিত প্রাথমিক ও মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষার্থী। 

– কুড়িগ্রাম বার্তা নিউজ ডেস্ক –