• রোববার ১২ মে ২০২৪ ||

  • বৈশাখ ২৯ ১৪৩১

  • || ০৩ জ্বিলকদ ১৪৪৫

নব্বই দশকের নন্দিত অভিনেত্রী শমী কায়সারের গল্পে এবার নির্মিত হলো

কুড়িগ্রাম বার্তা

প্রকাশিত: ২১ নভেম্বর ২০১৮  

নব্বই দশকের নন্দিত অভিনেত্রী শমী কায়সারের গল্পে এবার নির্মিত হলো নাটক 'সাড়ে তিন খানা চিঠি'। একাত্তরের ভয়াবহ বুদ্ধিজীবী হত্যার ঘটনা নাটকটির প্রধান উপজীব্য। শমী কায়সারের গল্প অবলম্বনে এটি নির্মাণ করছেন জনপ্রিয় নির্মাতা চয়নিকা চৌধুরী।

 

1.বুদ্ধিজীবী দিবসের নাটকের গল্প লিখলেন শমী কায়সার

এর গল্পে দেখা যাবে, একাত্তরে পাকিস্তানিরা বুদ্ধিজীবীদের নিয়ে যাওয়ার সময় নাটকের প্রধান চরিত্র শমীর বাবাকেও ধরে নিয়ে যায়। এরপর তার বিয়ে হয় ধনী পরিবারে। যারা কিনা ধনসম্পদ, টাকা-পয়সা, স্বর্ণ-গহনার বাইরে আর কিছুই চিন্তা করে না। নাটকে শমীর শ্বশুরবাড়ির লোকজন মুক্তিযুদ্ধকে উপেক্ষা করে উল্টো 'গণ্ডগোল' বলে আখ্যায়িত করে।

এদিকে তার শ্বশুর ছিল রাজাকার। ঘটনার পরিক্রমায় ১৪ ডিসেম্বর শমীর বাবাকে ধরে নিয়ে যায়। কিন্তু প্রতিবছর এ দিনেই তার শ্বশুরবাড়ির লোকজন বাড়িতে নানা রকম পার্টি করে। যদিও তার স্বামী সবসময় তার পাশে থেকে সহযোগিতা করে। এ রকম একটা টানাপড়েন সম্পর্ক নিয়ে এগিয়ে যায় নাটকের গল্প।

 

2.বুদ্ধিজীবী দিবসের নাটকের গল্প লিখলেন শমী কায়সার

নাটকটিতে শশীর বিপরীতে অভিনয় করেছেন আরেক জনপ্রিয় অভিনেতা মাহফুজ আহমেদ। এছাড়াও বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন আবুল হায়াত, শর্মিলী আহমেদ, শমী কায়সার, মাহফুজ আহমেদ, আজম খান এবং শিশুশিল্পী নাদীভ।

নাটকটি আগামী ১৪ ডিসেম্বর বেসরকারি স্যাটেলাইট টিভি চ্যানেল আইয়ের পর্দায় দুপুর ৩টা ৫ মিনিটে প্রচার হবে।

– কুড়িগ্রাম বার্তা নিউজ ডেস্ক –