• বৃহস্পতিবার ০২ মে ২০২৪ ||

  • বৈশাখ ১৯ ১৪৩১

  • || ২২ শাওয়াল ১৪৪৫

ফুলবাড়ী সীমান্তে বিজিবির অভিযান, অস্ত্র-ইয়াবা উদ্ধার

– কুড়িগ্রাম বার্তা নিউজ ডেস্ক –

প্রকাশিত: ১৭ ডিসেম্বর ২০২০  

কুড়িগ্রামের ফুলবাড়ীতে এক মাদক ব্যবসায়ীর বাড়িতে অভিযান চালিয়ে চার রাউন্ড গুলি ও একটি দেশীয় পিস্তলসহ ইয়াবা, গাঁজা উদ্ধার করেছেন বিজিবি সদস্যরা।

কাশিপুর ক্যাম্পের বিজিবি জানায়, লালমনিরহাট-১৫ ব্যাটালিয়নের হাবিলদার রফিকের নেতৃত্বে উপজেলার অনন্তপুর ক্যাম্পের বিজিবি’র সদস্যরা বৃহস্পতিবার দিবাগত রাত ২টায় রামখানা মিস্ত্রিটারী এলাকায় এক মাদক ব্যবসায়ীর বাড়িতে অভিযান চালান। বিজিবির উপস্থিতি টের পেয়ে বাড়ির সবাই পালিয়ে যান। এ সময় মাদক ব্যবসায়ী ফজলে রহমানের বাড়ি থেকে চার রাউন্ড গুলিসহ একটি দেশীয় পিস্তল, ভারতীয় ৪৩৪ ইয়াবা ও আট কেজি গাঁজা উদ্ধার করা হয়। ফজলে রহমান ওই এলাকার মৃত আবুল হোসেনের ছেলে।

লালমনিরহাট ১৫ বিজিবি’র অধিনায়ক লে. কর্নেল এসএম তৌহিদুল আলম ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন ।

নাগেশ্বরী থানার ওসি রওশন কবীর জানান, বৃহস্পতিবার দুপুরে হাবিলদার রফিকুল ইসলাম বাদী হয়ে মাদক ব্যবসায়ী ফজলে রহমানকে আসামি করে নাগেশ্বরী থানায় অস্ত্র এবং মাদক আইনে মামলা দায়ের করেছেন।

– কুড়িগ্রাম বার্তা নিউজ ডেস্ক –