• রোববার ১৯ মে ২০২৪ ||

  • জ্যৈষ্ঠ ৫ ১৪৩১

  • || ১০ জ্বিলকদ ১৪৪৫

ভুরুঙ্গামারীর সোনাহাট স্থলবন্দর ৭ দিন বন্ধ ঘোষণা

– কুড়িগ্রাম বার্তা নিউজ ডেস্ক –

প্রকাশিত: ২৮ জুন ২০২৩  

 
ঈদুল আজহা উপলক্ষে কুড়িগ্রামের ভুরুঙ্গামারীর সোনাহাট স্থলবন্দর দিয়ে আমদানি-রফতানি কার্যক্রম সাত দিন বন্ধ ঘোষণা করা হয়েছে। সোনাহাট স্থলবন্দর কাস্টমস সিঅ্যান্ডএফ এজেন্ট অ্যাসোসিয়েশনের সভাপতি সরকার রকিব আহমেদ জুয়েল এ তথ্য জানান।

তিনি জানান, সোনাহাট স্থলবন্দরের সিঅ্যান্ডএফ সংক্রান্ত যাবতীয় আমদানি-রফতানি কার্যক্রম সোমবার (২৬ জুন) থেকে রোববার (২ জুলাই) পর্যন্ত ৭ দিন বন্ধ থাকবে। পাশাপাশি বন্ধ থাকবে সব ব্যবসায়িক কার্যক্রম।

সোনাহাট স্থলবন্দরের সহকারী পরিচালক (ট্রাফিক) মোহাম্মদ রহুল আমীন বলেন, ঈদুল আজহা উপলক্ষে সোনাহাট স্থলবন্দরে পণ্য আমদানি-রফতানি বন্ধ থাকবে। ছুটি শেষে আগামী ৩ জুলাই থেকে বন্দর দিয়ে পুনরায় আমদানি-রফতানি যথারীতি শুরু হবে।

– কুড়িগ্রাম বার্তা নিউজ ডেস্ক –