• রোববার ১৯ মে ২০২৪ ||

  • জ্যৈষ্ঠ ৫ ১৪৩১

  • || ১০ জ্বিলকদ ১৪৪৫

রাজারহাটে শ্রেণিকক্ষে বজ্রপাত: শ্বাসকষ্টে ভুগছে আহত শিক্ষার্থীরা

– কুড়িগ্রাম বার্তা নিউজ ডেস্ক –

প্রকাশিত: ২৫ জুলাই ২০২৩  

          
কুড়িগ্রামের রাজারহাটে শ্রেণিকক্ষে বজ্রপাতে আহত ৯ শিক্ষার্থীর শ্বাসকষ্ট দেখা দিয়েছে।  এর মধ্যে ৮ শিক্ষার্থীকে রাতেই উন্নত চিকিৎসার জন্য কুড়িগ্রাম জেনারেল হাসপাতালে পাঠানো হয়। 

মঙ্গলবার সকালে এ তথ্য জানিয়েছেন রাজারহাট উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. মো. মিজানুর রহমান। এর আগে সোমবার (২৪ জুলাই) দুপুরে উপজেলার চাকিরপশা ইউনিয়নের চাকিরপশা ইসলামিয়া দাখিল মাদরাসায় ক্লাস চলাকালে এ বজ্রপাতের ঘটনা ঘটে। 

আহত শিক্ষার্থীরা হলো- আব্দুর রাজ্জাক, নাজমিন নাহার, সুমাইয়া, রোকসানা, আফরোজা, নির্রমা, আলী রাজ, ফারজানা ও সানজিদা।

চাকিরপশা ইসলামিয়া দাখিল মাদরাসার সুপার মানিক মিয়া বলেন, ‘আহত শিক্ষার্থীরা সারাদিন ভালোই ছিল। তবে সন্ধ্যা পর থেকে কয়েকজনের শ্বাসকষ্ট দেখা দেয়। পরে চিকিৎসকরা তাদের কুড়িগ্রাম জেনারেল হাসপাতালে রেফার করেন। এখন পর্যন্ত সবাই ভালো আছে।’

রাজারহাট উপজেলার স্বাস্থ্য কর্মকর্তা ডা. মিজানুর রহমান বলেন, সন্ধ্যার পর থেকে তাদের কয়েকজনের শ্বাসকষ্ট দেখা দেয়। পরে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে কথা বলে ৯ জনের মধ্যে আটজনকে কুড়িগ্রাম জেনারেল হাসপাতালে পাঠিয়ে দেওয়া হয়েছে।

– কুড়িগ্রাম বার্তা নিউজ ডেস্ক –