• রোববার ১৯ মে ২০২৪ ||

  • জ্যৈষ্ঠ ৫ ১৪৩১

  • || ১০ জ্বিলকদ ১৪৪৫

ভুরুঙ্গামারীতে ধানক্ষেতে সেচ দিতে গিয়ে প্রাণ গেল কৃষকের

– কুড়িগ্রাম বার্তা নিউজ ডেস্ক –

প্রকাশিত: ৫ আগস্ট ২০২৩  

 
কুড়িগ্রামের ভুরুঙ্গামারীতে ধানক্ষেতে সেচ দিতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে শহিদুল ইসলাম নামে এক কৃষকের মৃত্যু হয়েছে। শনিবার সকালে উপজেলার পাইকের ছড়া গ্রামে এ ঘটনা ঘটে।

মৃত শহিদুল ইসলামের বাড়ি একই গ্রামের শহিদ মোড় এলাকায়। তার বাবার নাম শামছুল হক।

জানা গেছে, শনিবার সকাল ধানক্ষেতে পানি দেওয়ার জন্য সেচ পাম্পের সুইচ দিতে যান কৃষক শহিদুল ইসলাম। এ সময় তিনি একাধিকবার চেষ্টা করেও বৈদ্যুতিক সেচ পাম্পে পানি না ওঠায় সুইচ বোর্ড খোলেন। একপর্যায়ে অসাবধানতাবশত বিদ্যুতের শক লেগে ছিটকে গিয়ে পাশের পুকুরে পড়ে যান। পরে স্থানীয়রা উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়ার পথে তিনি মারা যান।

এ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন ভুরুঙ্গামারী থানার ওসি রুহুল আমিন

– কুড়িগ্রাম বার্তা নিউজ ডেস্ক –