• রোববার ১৯ মে ২০২৪ ||

  • জ্যৈষ্ঠ ৪ ১৪৩১

  • || ১০ জ্বিলকদ ১৪৪৫

৫৮ বছর বয়সে এসএসসি পাস করলেন তিনি

– কুড়িগ্রাম বার্তা নিউজ ডেস্ক –

প্রকাশিত: ৯ আগস্ট ২০২৩  

কুড়িগ্রামের রাজারহাট উপজেলায় শাহ আলম মিয়া নামে এক সাবেক ইউপি সদস্য ৫৮ বছর বয়সে এসএসসি পাস করেছেন। তিনি রাজারহাট সদর ইউনিয়নের ৩নং ওয়ার্ডের ইউপি সদস্য ছিলেন। চলতি বছর তিনি বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয় থেকে এসএসসি পরীক্ষা দিয়ে উত্তীর্ণ হয়েছেন।

সোমবার আনুষ্ঠানিকভাবে বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের ফলাফল প্রকাশ করা হয়। প্রকাশিত ফলে শাহ আলম মিয়া জিপিএ-২.৪১ পেয়েছেন। কুড়িগ্রাম মজিদা আদর্শ মহাবিদ্যালয় থেকে পরীক্ষায় অংশ নিয়েছিলেন তিনি। 

শাহ আলম মিয়া বলেন, আমি আমার ভালো লাগা আর শখের বসে উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের অধীনে কুড়িগ্রাম মজিদা আদর্শ মহাবিদ্যালয়ে ভর্তি হই। আল্লাহর রহমতে পাস করেছি। আমার ইচ্ছা আছে আল্লাহ যদি সুস্থ রাখেন বিএ পাস করবো।

তিনি আরও বলেন, আমি আগে মাদরাসার ছাত্র ছিলাম। সংসারে অভাব-অনটনের কারণে বেশি দূর পড়াশোনা করা সম্ভব হয়নি। সম্ভবত ১৯৯৫-১৯৯৬  সালের দিকে আমার পড়াশোনা বন্ধ হয়। দীর্ঘ বছর পর আবার মনে পড়াশোনার শখ জাগে। তাই খোঁজ নিয়ে উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ে ভর্তি হই। গতবার আমি ইউপি মেম্বার হয়েছিলাম। সবখানে পড়াশোনার দরকার। লেখাপড়া জানা থাকলে মানুষ কোথাও আটকে থাকে না। তাই পড়াশোনা চালিয়ে যাব।

শাহ আলম মিয়ার ছেলে জাহিদুল ইসলাম বাবু বলেন, আমি কাঁচামালের ব্যবসা করি। ধৈর্য আর ইচ্ছা কম থাকায় বাবার চেষ্টার পরও বেশি দূর পড়তে পারিনি। তবে বাবা এসএসসি পাস করে দৃষ্টান্ত স্থাপন করলেন। এই বয়সে বাবা এসএসসি পাস করায় আত্মীয়-স্বজন,পরিচিত মানুষজন আমাদের বাসায় মিষ্টি নিয়ে এসেছে। আমাদের খুবই ভালো লাগছে।

কুড়িগ্রাম জেলা পরিষদের সদস্য মো. এনামুল এক তার ফেসবুকে লিখেছেন, রাজারহাট উপজেলার রাজারহাট সদর ইউনিয়নের ৩ নং ওযার্ডের সাবেক ইউপি সদস্য শাহ আলম মিয়া ৫৮ বছর বয়সে উন্মুক্ত বিশ্ববিদ্যালয় থেকে কৃতিত্বের সঙ্গে এসএসসি পরীক্ষায় উত্তীর্ণ হয়েছেন।

এ বিষয়ে তিনি বলেন, শাহ আলম চাচার সঙ্গে গতকাল কুড়িগ্রাম শহরে দেখা হয়েছিল। তিনি তখন খুব আনন্দের সঙ্গে আমাকে বললেন, ‘বাবা, আমি এসএসসি পরীক্ষায় পাস করেছি।’

কুড়িগ্রাম মজিদা আদর্শ মহাবিদ্যালয়ের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মো. আবেদ আলী বলেন, মানুষের সেবা করার পাশাপাশি এই বয়সে তার লেখাপড়ার ইচ্ছা খুবই প্রশংসনীয়। শিক্ষার প্রতি তার এ রকম আগ্রহ দেখে অনেকে অনুপ্রাণিত হবেন।

– কুড়িগ্রাম বার্তা নিউজ ডেস্ক –