• সোমবার ১৩ মে ২০২৪ ||

  • বৈশাখ ৩০ ১৪৩১

  • || ০৪ জ্বিলকদ ১৪৪৫

ধরলার তীব্র ভাঙনে বাড়ির পর মায়ের কবরও নদীতে বিলীন

– কুড়িগ্রাম বার্তা নিউজ ডেস্ক –

প্রকাশিত: ৫ সেপ্টেম্বর ২০২৩  

 
ধরলার তীব্র ভাঙনে তিন-চার দিন আগে মায়ের কবর নদীতে বিলীন হয়েছে। বাকরুদ্ধ ছেলে বদিরুজ্জামান মিয়া (৫৮) মায়ের কবরটি দেখতে না পেয়ে আর্তনাদ করছিলেন।

এর আগে ভিটের ১৬ শতাংশ জমি নদীতে বিলীন হলে আশ্রয় নেন আবাসনের মাঠে। সেখানে দুটি ছোট ঘর তুলে কষ্টে চলছে দিন। বদিরুজ্জামানের বাড়ি কুড়িগ্রামের ফুলবাড়ী উপজেলার নাওডাঙ্গা ইউনিয়নের চর-গোরকমণ্ডল গ্রামে।

 ধরলার পানি কমার সঙ্গে সঙ্গে তীব্র ভাঙন দেখা দিয়েছে উপজেলার কয়েকটি গ্রামে। চরগোরকমণ্ডল এলাকা ভাঙনের শিকার হয়েছে বেশি। প্রায় অর্ধকিলোমিটার গ্রামীণ সড়ক নদীতে বিলীন হয়েছে। শত শত বিঘা ফসলি জমি ও ১৫টি পরিবারের বসতভিটাও নদীতে চলে গেছে। কর্তৃপক্ষ ভাঙন রোধে ছয় হাজার জিও ব্যাগ ফেললেও কাজ হয়নি।

 ভাঙনের কবলে পড়েছে বড়ভিটা ইউনিয়নের পশ্চিম ধনিরাম, চর মেঙ্গলী, সাহেব বাজার ও চর বরলই, ভাঙ্গামোড় ইউনিয়নের খোঁচাবাড়ী ও রাঙ্গামাটি এবং শিমুলবাড়ী ইউনয়নের সোনাইকাজী এলাকা। ভাঙন থেকে রক্ষা পেতে অনেকে ঘরবাড়ি সরিয়ে নিয়েছেন। স্থানীয় শাহালম মিয়া জানান, নদী ভাঙতে ভাঙতে বাড়ির কাছে চলে এসেছে। ভাঙন ঠেকাতে না পারলে বাড়ি-ভিটাও নদীতে চলে যাবে।

উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা সবুজ কুমার গুপ্ত বলেন, ভাঙনের শিকার পরিবারগুলোকে শুকনো খাবার ও চাল দেওয়া হয়েছে। কুড়িগ্রাম পাউবোর উপবিভাগীয় প্রকৌশলী ইসমত তোহা বলেন, ভাঙন রোধে বড় একটি প্রকল্পের প্রস্তাব পাঠানো হয়েছে। বরাদ্দ পেলে ব্যবস্থা নেওয়া হবে।

– কুড়িগ্রাম বার্তা নিউজ ডেস্ক –