• সোমবার ১৩ মে ২০২৪ ||

  • বৈশাখ ৩০ ১৪৩১

  • || ০৪ জ্বিলকদ ১৪৪৫

নতুন বছরে মেয়েদের বেতন ও লিগ চালু

স্পোর্টস ডেস্ক

কুড়িগ্রাম বার্তা

প্রকাশিত: ২১ নভেম্বর ২০১৮  

বাংলাদেশের নারী ফুটবলাররা একের পর দেশের জন্য শিরোপা নিয়ে আসছে। বিশেষ করে বয়সভিক্তিক টুর্নামেন্টগুলোতে। কিন্তু তাদের জন্য নেই কোনো সুনির্দিষ্ট বেতনকাঠামো। নেই কোন লিগের ব্যবস্থা। তবে এবার নতুন বছরেই সুনির্দিষ্ট বেতন পাবে মেয়েরা। আর তাদের নিয়ে লিগ ও চালু করার কথা জানানেল বাফুফে অভিভাবক কাজী মো. সালাউদ্দিন।

মঙ্গলবার ঢাকা ব্যাংকের সঙ্গে বাফুফের ৬ বছরের চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে এমনটাই জানান তিনি। ঢাকা ব্যাংক লিমিটেড বাংলাদেশ নারী ফুটবল দলের পৃষ্ঠপোষক হওয়ায় এখন থেকে নির্দিষ্ট কাঠামোয় বেতন পাবেন ৪৫ জন নারী ফুটবলার এবং সেটা আসন্ন জানুয়ারি থেকেই কার্যকর হবে।

এ বিষয়ে তিনি বলেন, ‘আপনারা জানেন মেয়েদের খাবারের পেছনে, পড়াশুনার পেছনে একটা বড় অঙ্কের টাকা খরচ হয়। তাদের পড়ানোর জন্য তিনজন শিক্ষক রাখা হয়েছে। আরো একজন শিক্ষক শিগগিরেই পেতে যাচ্ছে তারা। এসব খরচের পরও আমরা তাদের সামর্থ অনুযায়ী বেতন দিয়েছি। তবে যেহেতু ছয় বছরের জন্য ঢাকা ব্যাংক নারী ফুটবল দলের পৃষ্ঠপোষক হয়েছে এখন থেকে তারা নির্দিষ্ট কাঠামোয় বেতন পাবে। যেহেতু হাতের পাঁচ আঙ্গুল সমনা হয় না, তাই পারফরম্যান্স ও অভিজ্ঞতাও সবার সমান নয়। সে হিসেবে বিভিন্ন ক্যাটাগরি করে ৪৫ জন নারী ফুটবলারকে জানুয়ারি থেকে বেতন দেওয়া হবে। সেক্ষেত্রে সবার বেতন সমান হবে না। ক্যাটাগরি অনুযায়ী বেতন নির্ধারণ করা হবে। তবে সবাই বেতন পাবে।’

অন্যদিকে মেয়েদের লিগ শুরুর জন্য তিনি ক্লাবগুলোর ভূমিকাকেই বড় করে দেখছেন, ‘আমরাতো আয়োজক। এ নিয়ে ক্লাবগুলোর সঙ্গে আলোচনা করেছি, আরো করবো। লিগের জন্য কমপক্ষে ৭/৮ টি ক্লাব থাকতে হবে। আমরা ঘোষণা দিলাম, দেখা গেলো ক্লাবগুলো খেললো না। এটা আরো খারাপ দেখাবে।’

আগামী বছর মেয়েদের লিগ শুরুর উদ্যোগ নেয়া হবে উল্লেখ করে বাফুফে সভাপতি বলেছেন, ‘নতুন বছরের জানুয়ারি-ফেব্রুয়ারিতে লিগ শুরু করার চেষ্টা করবো। লিগ শুরু হলেতো নারী ফুটবলেরই লাভ। যদি ১০ দলও অংশ নেয় তাহলে ২ শতাধিক মেয়েদের খেলার সুযোগ হবে।’

– কুড়িগ্রাম বার্তা নিউজ ডেস্ক –